Braking News

6/recent/ticker-posts

অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের উঁচু বেতন স্তরে উন্নীত করা হবে



পদোন্নতি বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের উঁচু বেতন স্তরে উন্নীত করা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। তাই নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ব্যবস্থা বাতিল হলেও বিকল্প চিন্তা রয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিজয় দিবস উপলক্ষে রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে কিছু বিপথগামী সৈনিক হত্যা করেছিল বলে প্রচার করা হয়। কিন্তু এ প্রচারণা মোটেই ঠিক নয়। এটা অপপ্রচার। একাত্তরে পরাজয়ের প্রতিশোধ হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

অনুষ্ঠানে মাউশির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিল্পীরা।

Post a Comment

0 Comments