আমার রূমে যে ওয়াইফাই টা ধরে সেটাই হ্যাক করা যায়। বলা তো যায় না, আপনার আশেপাশের ওয়াইফাইটিও তো এভাবে হ্যাক হয়ে যেতে পারে। যাই হোক,
যা যা দরকার (উপকরণ)
- ১ টা Android ফোন
- ১ টা ফ্রী অ্যাপ
এই টিউটোরিয়ালে বিস্তারিতো আলোচোনা করা হয়েছে। ভিডিওতে আরো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া আছে।
অ্যাপ রিভিউ :
অ্যাপটির নাম Swift wifi. অ্যাপটি প্লে-ষ্টোর থেকে ৫০ মিলিওন+ বার ডাউনলোড হয়েছে। রেটিং ৪.২ অ্যাপটির নামে কিছু নেগেটিভ টিউমেন্ট থাকলেও, প্রচুর পজেটিভ টিউমেন্ট আছে।
অ্যাপটির নাম Swift wifi. অ্যাপটি প্লে-ষ্টোর থেকে ৫০ মিলিওন+ বার ডাউনলোড হয়েছে। রেটিং ৪.২ অ্যাপটির নামে কিছু নেগেটিভ টিউমেন্ট থাকলেও, প্রচুর পজেটিভ টিউমেন্ট আছে।

যাইহোক। প্রথনে প্লে-ষ্টোর থেকে নিজ দায়িত্বে অ্যাপটি ইন্সটল করে নিন।
এখন ফোনের নেটকানেকশন+WiFi+GPS অন করে নিন।

দেখুন আমার ওয়াইফাইএ শুধু ১টি ওয়াইফাই আছে [ZAHID HASSAN (Secured with WPA2 WPS available)]. কিন্তু লক করা। আমরা এই ওয়াইফাই নেটওয়ার্কটি হ্যাক করবো। এবার Swift wifi অ্যাপটিতে প্রবেশ করূন।

এবার WIFI অপশনের নিচে দেখবেন ৩ টি অপশন আছে।
- Free WiFi
- Open Wifi
- Password required
এখানে শুধু Free WiFi এর নিচে যদি কোন ওয়াইফাই নেটওয়ার্ক শো করে তবে শুধু সেই ওয়াইফাইটিই আপনারা হ্যাক করতে পারবেন। অন্য গুলো এই অ্যাপ দিয়ে হ্যাক করা সম্ভব না।
তো আমার এখানে ZAHID HASSAN ওয়াইফাই টি শো করছে। এখন এই ওয়াইফাই টি কানেক্ট করতে শুধু ZAHID HASSAN ওয়াইফাই এর উপর ক্লিক করলেই অটোমেইক wifi টি কানেক্ট হয়ে যাবে।
1 Comments
Yes ! its working thanks .
ReplyDeleteVisit My Tech Blog