Type Here to Get Search Results !

Popcash

দেখে নিন খুব সহজে কিভাবে পে স্কেল কিভাবে Fixation করবেন

জানুয়ারিতেই নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। পে স্কেল গত জুলাই থেকে কার্যকর হওয়ায় পাওনা বকেয়া পাবেন তারা। দুই কিস্তিতে পরিশোধ করা হবে বকেয়া। এখন শুধু বেতন বাড়বে। ভাতা বাড়বে আগামী বছরের জুলাই থেকে।
অষ্টম পে স্কেল পেতে ক্লিক করুন ===>>>> অষ্টম পে স্কেল

কিভাবে Fixation করবেন

পে স্কেল Fixation নির্ধারণের জন্য নিচের ওয়েবসাইট তথ্য পূরণ করতে হবে।
payfixation.gov.bd
অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
ওয়েবসাইটটি ব্যবহার করে সরকারি কর্মচারীগণ অনলাইনে হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন নির্ধারণী ফরম দাখিল করতে পারবেন। হিসাবরক্ষণ কার্যালয় নতুন জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী দাখিলকৃত তথ্যাদি যাচাই/প্রতিপাদনকপূর্বক বেতন নির্ধারণ চূড়ান্ত করবেন।
১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ (বৃহস্পতিবার) বেলা ২:০০ ঘটিকা থেকে ওয়েবসাইটটি উন্মুক্ত হবে।

অনলাইনে বেতন নির্ধারণের পূর্ব প্রস্তুতি

১. জাতীয় পরিচয়পত্র
২. চাকুরীতে প্রথম যোগদানের তারিখ, দপ্তর ও পদবি সংক্রান্ত তথ্যাবলি
৩. ৩০ জুন ২০১৫ তারিখের গ্রেড/বেতন ও গৃহীত মূলবেতন সম্পর্কিত তথ্য
৪. এ পর্যন্ত প্রাপ্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংক্রান্ত তথ্যাদি
৫. প্রিন্ট করার ব্যবস্থা

কোন সমস্যা কমেন্ট করুন

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. নিয়মাবলি পড়ে সিলেকসন গ্রেড ও টাইম স্কেল ইনপুট দেওয়ার অপশন পেলাম না।

    ReplyDelete
    Replies
    1. পরবর্তী ধাপ অনুসরণ করুন

      Delete
  2. নিয়মাবলি পড়ে সিলেকসন গ্রেড ও টাইম স্কেল ইনপুট দেওয়ার অপশন পেলাম না।

    ReplyDelete