
সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকদের বেতন সংক্রান্ত জটিলতা দূর করার পাশাপাশি জাতীয় অধ্যাপকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে একজন জাতীয় অধ্যাপক সিনিয়র সচিবদের সমান বেতন পাবেন।
এ বিষয়ে সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। জাতীয় অধ্যাপকরা সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হন না।
নতুন বেতন স্কেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। তবে কেবিনেট ও মুখ্য সচিব পাবেন ৮৬ হাজার টাকা এবং সিনিয়র সচিবরা পাবেন ৮২ হাজার টাকা।
বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় অধ্যাপক, যা সরকার কর্তৃক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্যে দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ এবং শিক্ষকদের দেওয়া হয়। ১৯৭৫ সালে এই সম্মাননা প্রবর্তিত হয়। সাধারণত পাঁচ বছর মেয়াদের জন্যে কোনো ব্যক্তি জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্তি পেয়ে থাকেন। তবে ক্ষেত্র বিশেষে পুনর্নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশে সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে তিন জনকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, অধ্যাপক আবদুর রাজ্জাক এবং পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন।
এরপর পর্যায়ক্রমে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক শামস-উল-হক, অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক ইন্নাস আলী, অধ্যাপক এম আর খান, অধ্যাপক সুফিয়া আহমেদ, অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক আবদুল মালিক, অধ্যাপক এ কে এম নুরুল ইসলাম, অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পান।
সর্বশেষ ২০১১ সালের ১৪ জুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন- অধ্যাপক সরদার ফজলুর করিম, অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক রঙ্গলাল সেন, অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম এবং অধ্যাপক শায়লা খাতুন। এদের মধ্যে ২০১৪ সালে তিন জন মারা যান। এরা হচ্ছেন অধ্যাপক সরদার ফজলুল করিম, অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ এবং অধ্যাপক রঙ্গলাল সেন।
১৯৯৪ সালে প্রথম নারী অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় সুফিয়া আহমেদকে আর ২০১১ সালে অধ্যাপক ডা. শায়লা খাতুন নিয়োগ পান।
বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধা) সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী জাতীয় অধ্যাপক পদে দেশের পাঁচ বিশিষ্ট শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়।
জাতীয় অধ্যাপক হিসেবে যারা নিয়োগ পান, তারা সরকার নির্ধারিত সন্মানি ভাতা পান। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাধ্যমে সন্মানী ভাতা নেন
0 Comments