Braking News

6/recent/ticker-posts

আগামী ০২/০২/২০১৬ইং তারিখে ঢাকায় আসছেন তো??

পুল শিক্ষক ভাই ও বোনেরা-
আগামী ০২/০২/২০১৬ইং তারিখে ঢাকায় আসছেন তো?? দয়াকরে কেউ কোন অযুহাত দ্বার করাবেন না।
অনেকেই অনেক অযুহাতে কখনই ঢাকায় দেখা যাই নি আজ পর্যন্ত। এবার অন্ততো চলে আসুন। আশারাখি সৃষ্টিকর্তা আপনাদেরকে নিরাশ করবেন না।
যারা নিয়মিত ঢাকায় বিভিন্ন কার্যক্রমে সবসময় পাশে থেকে যারা জুতার তলা ছিড়েছে,তাদেরকে নতুনকরে বলে লজ্জা দিতে চাইনা।তারাতো এ যাবৎ এসেছিলো,আসে এবং আসবেই ইনশাহআল্লাহ। তাদেরকে রুখবে কে সৃষ্টিকর্তা ছাড়া।
নতুনদের প্রতি বিশেষ চাওয়া-আসুন, অন্ততো ০১ দিনের জন্য,আপনাদের জন্যই :: ঢাকা হাইকোর্ট এলাকার পুল চত্তরে।
আল্লাহপাক সুস্হ রাখলে অবশ্যই দেখা হবে ইনশাহআল্লাহ।
আপনাদের সকলের যাত্রা শুভ ও স্বার্থক হোক,এই কামনায়.

Post a Comment

0 Comments