Braking News

6/recent/ticker-posts

আবার জাতীয় স্কেলে বেতনের দাবি



মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষকরা।

মহাজোট সরকারের শিক্ষামন্ত্রী বিগত দিনে অনেক প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান বলেন, জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট চলমান থাকবে।

অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম হিরন, মাও. শাহজাহান, নুরুজ্জামান, তাজুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ।

Post a Comment

0 Comments