Braking News

6/recent/ticker-posts

শূন্যপদ পূরণের আবেদন




দেশের অনেক এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ওই সব শূন্যপদ দ্রুত পূরণ করা অপরিহার্য। অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতে ওই সব পদ পূরণ করা যেতে পারে। তবে মেধা বলতে শুধু সনদপত্র থাকা নয়। এমন কিছু ব্যক্তি আছেন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বহুবার ফেল করেছেন, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গোল্ডেন সিজিপিএ নিয়ে পাস করেছেন। মেধা যাচাইয়ের ক্ষেত্রে এ বিষয়ে নজর রাখা দরকার। সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেয়া যেতে পারে। অনুরূপভাবে জাতীয় নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকের সরকারি অনুদান সরকারি কর্মকর্তাদের অনুরূপ চালু হওয়া উচিত। অর্থাৎ উপজেলা মাধ্যমিক অফিস, জেলা শিক্ষা অফিস ও ডিডি অফিসের হয়রানি থেকে রক্ষা পাওয়া উচিত।

Post a Comment

0 Comments