
প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা যাতে খেলাধূলার প্রতি বেশি মনোনিবেশ করতে পারে সে সেজন্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকার্প এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকার্প প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি উপজেলার একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। যাতে প্রত্যেকটি শিশু সুন্দরভাবে তাদের খেলাধূলা চালিয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, আমি এই শিশুদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। তাদের খেলা দেখে মনে হয়েছে তারা বড় খেলোয়ারদেরও হার মানিয়েছে।
ভাষা আন্দোলনের মাসে শহীদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। ১৯৪৮ সালে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়। যার ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারি শহীদ হন রফিক, শফিক, জব্বাব, সামাল ও বরকত।
1 Comments
ঠাকুরগাঁও নিউজঃ ঠাকুরগাঁও সদর উপজেলারবালাপাড়াসরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাহাত পারভেজ নামে এক শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন এরবিরুদ্ধে। এ ঘটনার পর ওই শিক্ষক মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায়জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রশাসনের কাছে বিচার দাবি করে অভিযোগ করেছেন। অভিযোগ পত্র থেকে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক কামরুন নাহার ও পাশ্ববর্তি বালাপাড়া সরকারি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রাজ্জাক ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া যোগসাজশ করে স্কুলের ভিতরে থাকা সরকারি সম্পত্তির গাছপালা অনুমোদহীনভাবে লীজ দেয়। এরই প্রতিবাদ করায় প্রধাণ শিক্ষক কামরুন নাহার ও তার স্বামী ইউপি চেয়ারম্যান বনি আমিন অফিস কক্ষ থেকে রাহাত পারভেজ নামে ওই শিক্ষককে স্কুল থেকে বের করেদেন এবং অনত্র বদলী নিতে বলেন। পরে ওই শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করলে তাকে পুনরায় স্কুলে গিয়ে কাস নেয়ার নির্দেশ দেন। এমতাবস্থায় গত ২৮ জানুয়ারী ২০১৬ স্কুল চলাকালিক অবস্থায় ওই শিক্ষককে স্কুল ত্যাগ করতে প্রধাণ শিক্ষক কামরুন নাহার ও তার স্বামী ইউপি চেয়ারম্যান বনিও বালাপাড়া সরকারি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রাজ্জাক। ওই শিক্ষক স্কুল ত্যাগ না করলেপ্রধাণ শিক্ষক কামরুন নাহার এর নির্দেশে ইউপি চেয়ারম্যান বনি ও বালাপাড়া সরকারি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রাজ্জাক অন্যায়ভাবে তাকে মারধর করেন। এ ঘটনার পর ওই শিক্ষক উপায় না পেয়ে বিচার দাবি করে বিভিন্ন জায়গায় অভিযোগ প্রদান করেন।
ReplyDeleteবর্তমানে আমি সাময়িক বরখাস্ত আছি।
সাহায্য চাই।
+8801772737499