
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সারাদেশের এমপিওভুক্ত পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাচ্ছেন। অর্থ বিভাগ তাদের বেতন-ভাতা চূড়ান্ত করেছে। আগামী মার্চ থেকে তারা নতুন স্কেলে বর্ধিত বেতন পাবেন। তবে চলতি ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত বেতন সমন্বয় করা হবে। গত জুলাই থেকেই এটি কার্যকর হচ্ছে।
নতুন বেতন কাঠামোয় বেসরকারি শিক্ষক-কর্মচারীর বাসা ভাড়া বাবদ ভাতা দ্বিগুণ হবে। আগে তারা বাসা ভাড়া বাবদ পেতেন ৫০০ টাকা। নতুন স্কেলে পাবেন ১০০০ টাকা। মেডিকেল ভাতা ৩০০ থেকে বেড়ে হয়েছে ৫০০ টাকা।
আরও জানতে পেলাম, এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বেতন দিতে প্রয়োজন ২ হাজার ৪০০ কোটি টাকা। এটি সংশোধিত বাজেটে সমন্বয় করা হবে। শিগগির অর্থ বিভাগ থেকে এ টাকা ছাড় করা হবে, যাতে তা চলতি ফেব্রুয়ারির বেতনের সঙ্গে সমন্বয় হয়। এটি সমন্বয় হলে তারা মার্চেই নতুন স্কেলে বেতন পাবেন।
ব্যক্তিগতভাবে এমপিওভুক্ত শিক্ষকদের অষ্টম বেতন স্কেল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় অনবদ্য অবদার রেখে চলেছেন পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক। দেশে গড়ার কারিগর এই শিক্ষকদের অবহেলার কোন সুযোগ নেই। তাদের প্রাপ্য সাম্মান দিতেই হবে।
সরকারের কাছে বিনীত অনুরোধ যেন, মার্চেই নতুন স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদান করা হোক। এ ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
0 Comments