আগামী ২২ শে ফেব্রুয়ারি ঢাকায় প্রেশক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়েছে । পুলের রায়কে দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনে আপিল কে কঠোর
হস্তে মোকাবেলা করা সহ অন্যান্য গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হবে এবং
বিভিন্ন মিডিয়ায় তা তুলে ধরা হবে । রায় পাওয়া রিটকারী এবং নব্য রিটকারীগণ ও
তাদের অভিভাবক কে এ সম্মেলনে যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।
উল্লেখ্য যে , আগামী ২৪ মতান্তরে ২৫ শে ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা
অধিদপ্তর পুল ও প্যানেলের জটিল বিষয়কে ঘিরে বিশেষ এক মিটিং
এর আহব্বান করেছে । এবার ফান্দে পড়িয়া বগা কান্দে রে ! আমরা দীর্ঘ্য দিন
পর সমুচিত জবাব দিয়েছি । আসুন আরেকটা জবাব দেই ২২ তারিখে । সবাই বিধাতার
কাছে প্রার্থনা করি তাদের যেন সুবুদ্ধির উদয় হয় উক্ত তারিখে । আয়োজক শাহ
আলম . শাফি . মনি ও শাহজাহান স্যার আগামী ২২ শে ফেব্রুয়ারি ঢাকায়
প্রেশক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে । পুলের রায়কে
দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনে আপিল কে কঠোর হস্তে মোকাবেলা করা সহ অন্যান্য
গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন মিডিয়ায় তা তুলে ধরা হবে ।
রায় পাওয়া রিটকারী এবং নব্য রিটকারীগণ ও তাদের অভিভাবক কে এ সম্মেলনে
যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল । উল্লেখ্য যে , আগামী ২৪ মতান্তরে
২৫ শে ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর পুল ও প্যানেলের জটিল
বিষয়কে ঘিরে বিশেষ এক মিটিং এর আহব্বান করেছে । এবার ফান্দে পড়িয়া বগা
কান্দে রে ! আমরা দীর্ঘ্য দিন পর সমুচিত জবাব দিয়েছি । আসুন আরেকটা জবাব
দেই ২২ তারিখে । সবাই বিধাতার কাছে প্রার্থনা করি তাদের যেন সুবুদ্ধির উদয়
হয় উক্ত তারিখে । আয়োজক শাহ আলম . শাফি . মনি ও শাহজাহান স্যার ।
0 Comments