
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
নতুন করে এমপিওভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে রাখা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। গত বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের হুইপ আতিউর রহমানের (আতিক) এর সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির প্রশ্ন সবচেয়ে জনপ্রিয় একটি বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ইচ্ছা আমারও রয়েছে। কিন্তু এ বিষয়ে অর্থমন্ত্রণালয় অর্থ ছাড় না দিলে আমরা কিভাবে দিবো। আজ অর্থ পেলে কালই এমপিওভুক্ত করা হবে। এজন্য তিনি অর্থমন্ত্রণালয়ের কাছে অর্থ ছাড়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
মন্ত্রী আরো বলেন, আমাদের এমন অনেক মন্ত্রণালয় আছে যারা টাকা খরচ করতে পারে না, তাদের হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। অথচ আমাদের বরাদ্দ অত্যন্ত কম। এই সংসদেই বাজেট পাস করানো হয়, সংসদ সদস্যরা বাজেট পাস করিয়ে দেন, তখন কেউ বলেন না আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা বাজেট দেন।
0 Comments