Braking News

6/recent/ticker-posts

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ ও তালিকা জেলা শিক্ষা অফিসে



১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট নিজ নিজ জেলা শিক্ষা অফিসে পৌঁছেছে। আগের মতোই মূল প্রবেশপত্র ও অন্যান্য পরীক্ষায় পাসের সনদ দেখিয়ে জেলা শিক্ষা অফিস থেকে যার যার সার্টিফিকেট তাকেই নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানান, ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন এর ফল অনুয়ায়ী একটা চার্ট দিয়েছে জেলা শিক্ষা অফিসে। যেখানে আপনি দেখতে পাবেন বিষয় ভিত্তিক থানাতে আপনার অবস্থান কত এবং জেলাতে অবস্থান কত।

তবে খুব শিগগির সনদ বিতরণ শুরু হবে। অনলাইন ও অফলাইনের নোটিশ বোর্ডে এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে। নিবন্ধন অফিসের একজন উপ-পরিচালক ও একজন সহকারি পরিচালক এ খবর নিশ্চিত করেছেন।

দেশের কয়েকটি জেলায় শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের হাতে তালিকা পৌঁছেছে। তবে তা প্রকাশ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভিন্নডটকম।

Post a Comment

0 Comments