
কুরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। মুসলমানদের জীবন সংবিধান কুরআন। কুরআন জ্ঞানের আঁধার। এ কুরআন সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু অজানা। কুরআন বিষয়ে ১৫টি প্রশ্নোত্তর দেওয়া হল।
প্রশ্ন : কোন সুরাকে কুরআনের সিংহাসন বলা হয়?
উত্তর : সুরা বাকারা
প্রশ্ন : কুরআনের মুকুট বলা হয় কোন সুরাকে?
উত্তর : সুরা রহমান
প্রশ্ন : ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ কনটি?
উত্তর : বদর যুদ্ধ
প্রশ্ন : আল কুরআনের সর্বপ্রথম কোন ভাষায় কে অনুবাদ করেন?
উত্তর : ল্যাটিন ভাষায়, রবার্ট ক্যাটেনেনিছা।
প্রশ্ন : আল কুরআনের সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
উত্তর : মাওলানা আমীর উদ্দীন বশুনিয়া ১৮০৮ সালে।
প্রশ্ন : সর্ব প্রথম পুস্তক আকারে বাংলায় কুরআনের অনুবাদ করেন কে?
উত্তর : ভাই গিরিস চন্দ্র সেন ১৮৮৬ সালে।
প্রশ্ন : আল কুরআনকে ৩০ পারায় বিভক্ত করেন কে?
উত্তর : হযরত উসমান রা.
প্রশ্ন : হযরত মুসা আ. এর সম্প্রদায়ের নাম কী ছিল?
উত্তর : বনী-ইসরাইল
প্রশ্ন : স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
উত্তর : তারেক বিন যিয়াদ
প্রশ্ন : মক্কায় সর্বপ্রথম কোন সুরা নাযিল হয়?
উত্তর : সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত ।
প্রশ্ন : পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে?
উত্তর : ২৮ জন
প্রশ্ন : রাসুল সা. এর জীবনের প্রথম যুদ্ধ কোনটি?
উত্তর : বদর যুদ্ধ
প্রশ্ন : রাসুল সা. এর জীবনের শেষ অভিযান কোনটি?
উত্তর : তাবুক অভিযান
প্রশ্ন : মহানবী হযরত মুহাম্মদ সা. ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : ২৯ অগাস্ট ৫৭০
প্রশ্ন : আল্লাহর সিংহ কোন খলিফার উপাধি ছিল?
উত্তর : হযরত আলী রা. এর
0 Comments