
খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রম অচল হয়ে পড়েছে। পাঁচ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় দেখা দিয়েছে এ অচলাবস্থা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সিরাজুল ইসলামের গত ১২ জুলাই থেকে জেলা পরিষদ থেকে যোগদানপত্র গ্রহণ না করাকে ঘিরে জটিলতার সৃষ্টি হয়। অচলাবস্থা নিরসন না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক কার্যক্রম, বেতন ভাতা, পেনশন, টাইম স্কেলসহ সবকিছুই আটকা পড়েছে।
জানা যায়, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম যোগদান করতে না পেরে ফিরে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। ওই সময় এডিপিইও রিটন কুমার বড়ুয়া তার উপরস্তু কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় মন্ত্রণালয় তাকেও স্টান্ড রিলিজ করেন। গত ১৪ ডিসেম্বর এখানে নতুনভাবে পঞ্চানন বালা নামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যোগদান করেন। তিনিও কয়েকদিন দায়িত্ব পালন করার পর মুন্সিগঞ্জ চলে যান। ফলে শূন্য হয়ে পড়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি। এডিপিইও হিসেবে যোগদান করেন মামুন কবির। তিনি অদ্যাবধি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পাননি।
0 Comments