Braking News

6/recent/ticker-posts

আইপিএল খেলতে গিয়ে ইংরেজি শেখার বদলে দলের অন্য সদস্যদের বাংলা শেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান

আইপিএল খেলতে গিয়ে ইংরেজি শেখার বদলে দলের অন্য সদস্যদের বাংলা শেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসার এখন সানরাইজার্স হায়দারাবাদ দলের হয়ে খেলছেন।
সম্প্রতি ব্যাঙ্গালুরু সফর উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দারাবাদ। সেখানে দলের সদস্যরা নানা রকম মজা করেছেন।
ভিডিওতে দেখা গেছে মুস্তাফিজ তার সতীর্থ ও নিউজিল্যান্ডের পেসার টেন্ট বোল্ডকে বাংলা শেখানোর চেষ্টা করছেন।
মুস্তাফিজরা যখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টের গ্রিন চ্যানেল পার হচ্ছেন তখন টেন্ট বোল্টের দিকে ক্যামেরাম্যান ক্যামেরা তাক করে বলেন, বোল্ট সে সামথিং
তখন তখন পেছনে থাকা মুস্তাফিজ বোল্টকে বলেন, ‘সে (বলো) কেমন আছো’?
বোল্ট বলেন, আহ দাদা, হুইচ ইজ?
তখন মুস্তাফিজ বলেন, ‘কেমন আছো’ মিনস ‘হাউ আর ইউ’।
বোল্ট বলেন, ইয়া, বহুত আচ্ছা।


প্রাকটিস সময়ে কোচ টম মুডির কথা শুনছেন মুস্তাফিজ
সানরাইজার্স হায়দারাবাদের আরেকটি ভিডিওতে দেখা যায় মুস্তাফিজ তাদের সাথে মজা করে পুল খেলছেন। সেখানে ভাষাগত তার কোন সমস্যা হচ্ছে বলে মনে হয় নি।

Post a Comment

0 Comments