Braking News

6/recent/ticker-posts

এখন থেকে সাপ্তাহিক ছুটি চার দিন!

 ভেনিজুয়েলার বিদ্যুৎ পরিস্থিতি ক্রমাবনতির দিকে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশটিতে এখন থেকে সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি চারদিন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘোষণা দিয়েছেন।

পানি থেকে ভেনিজুয়েলার অধিকাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। তবে এল নিনোর প্রভাবে দেশটিতে গত দুই বছর ধরে খরা চলছে। এ কারণে দেশটির অধিকাংশ জলাধার পানিশূন্য হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ উৎপাদন দেশটিতে ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, মূলত মাদুরো সরকারের অব্যবস্থাপনাই এই বিদ্যুৎ উৎপাদন হ্রাসের জন্য দায়ী।

বিদ্যুৎ সংকট সামাল দিতে এর আগে এপ্রিল ও মে মাসের জন্য সাপ্তাহিক ছুটি তিন দিন ঘোষণা করেছিলেন।

মঙ্গলবার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে মাদুরো বলেন,‘ আগামীকাল থেকে কমপক্ষে দু’সপ্তাহের জন্য সরকারি কর্মক্ষেত্রে আমরা বুধ,বৃহস্পতি ও শুক্রবার ছুটি ঘোষণা করছি।’

সাপ্তাহিক ছুটি শনি ও রোববার যোগ করলে ভেনেজিুয়েলার সরকারি কর্মকর্তারা মোট কর্মদিবস পাচ্ছেন মাত্র দু’দিন।

প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে নারীদের চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করার এবং শপিংমলগুলোকে নিজস্ব জেনারেটর ব্যবহার করতে বলেছেন। এছাড়া দিনের আলোয় কাজ সম্পন্ন করতে দেশটির ঘড়ির কাঁটা আধা ঘন্টা এগিয়ে এনেছেন।

Post a Comment

0 Comments