Braking News

6/recent/ticker-posts

অনলাইনে বেতন নির্ধারণী বিষয়ে বিশেষ সতর্কতা



সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন নিরূপণে অনলাইন পদ্ধতির প্রবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। এ পদ্ধতির মাধ্যমে ১১ লাখ সরকারি কর্মচারী নিজেই অনলাইনে অষ্টম বেতন কাঠামোয় নিজের বেতন ও পেনশন কত দাঁড়াল, তা নিরূপণ করতে পারবেন। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে অফিস বা ঘরে বসে বেতন-ভাতা তুলতে পারবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ বিষয়ে অর্থমন্ত্রণালয় বিশেষ সতর্কতা দিয়েছে। অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে বলা হয়েছে, 'বেতন নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করার জন্য কোন সময়সীমা বেঁধে দেয়া নেই। কাজেই, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল না করে সময় নিয়ে ধীর-স্থিরভাবে বেতন নির্ধারণের কাজটি সম্পন্ন করুন'।

Post a Comment

0 Comments