Braking News

6/recent/ticker-posts

নতুন বেতন কাঠামো নিয়ে রাজপথে সরকারি চাকুরেরা কেন ?



নতুন বেতন কাঠামোর পক্ষে-বিপক্ষে সভা-সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে এ নিয়ে একাধিক সংগঠন নতুন বেতন কাঠামোর জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। আবার বেতন কাঠামো পুনর্মূল্যায়নেরও দাবি জানিয়েছে অন্য একাধিক সংগঠন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় বৈষম্য আরও বাড়বে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের একই গ্রেডে না রাখায় প্রশাসনের সর্বস্তরে বৈষম্য বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংগঠনগুলো। এ ছাড়া প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসক ফোরামের (প্রকৃচি) নেতারাও বেতনবৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। তারা আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোঘণা করবেন।

এদিকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাদের বেতন কাঠামোর আওতাভুক্ত করার দাবি জানিয়েছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনটি দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ৩ জানুয়ারি সারা দেশে জেলা প্রশাসকদের বরাবরে স্মারকলিপি পেশ, ১০ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ ও মানববন্ধন, ১১ ফেব্রুয়ারি বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ এবং ১২ ফেব্রুয়ারি বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় সরকারি দল সমর্থিত সিবিএ সংগঠনগুলো নতুন বেতন কাঠামোর জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে সভা-সমাবেশ করেছে।

এদিকে বৃহস্পতিবার সরকারি অফিস আদালতের বাইরে বিভিন্ন জায়গায় বেতন কাঠামোর গেজেট বিক্রি হয়েছে ব্যাপক হারে। এমন কি রাজধানীর বিভিন্ন বাসে বা সংবাদপত্র বিক্রয় কেন্দ্রে হকাররা খবরের কাগজের মতো গেজেটের কপি বিক্রি করেছেন।

Post a Comment

0 Comments