শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সহকারী শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক এএন রাশেদা, সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ মণ্ডল, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন, প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি জসিমউদ্দিন সরকার, ফেডারেশন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ভহৃঁইয়া, মনসুর আলম টিপু, আজিজার রহমান মিল্টন, এহসানুর আনসারী সায়েম, আবদুল হাই প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বিজয় কুমার ঘোষ।
সমাবেশ থেকে সরকারের প্রতি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) পুনর্নির্ধারণ করা, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা এবং সব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা, নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়নের দাবি জানানো হয়।
সমাবেশে অধ্যাপক এএন রাশেদা শিক্ষা বিষয়ে ইউনেস্কোর সুপারিশ তুলে ধরে বলেন, জাতীয় বাজেটের অন্তত সাত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা। তবে সরকার অন্য খাতে খরচ বেশি করলেও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয় না। তিনি বলেন, রাজপথে শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে স্বাধীন দেশে দাবি আদায় করতে হচ্ছে, এটা ভাবা যায়!
রুহিন হোসেন প্রিন্স বলেন, নতুন যোগ্যতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষকদের পর্যাপ্ত বেতন ও মর্যাদা দেওয়ার বিকল্কপ্প নেই।
সমাবেশে ঢাকা ঘোষণা পাঠ করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন। সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। সেখান থেকে ফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেটে অপেক্ষমাণ কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে
সুত্রঃ সমকাল
0 Comments