Braking News

6/recent/ticker-posts

এমপিওভুক্ত শিক্ষকদের কটাক্ষ করলেন ফরাসউদ্দিন!


সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়েছে ১৫ ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে বছরের ২১ ডিসেম্বর জাতীয় বেতন ও চাকরি কমিশন সরকারের কাছে সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছিলেন। তবে এবার বেতনস্কেলে বঞ্চিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষকরা এই জন্য অনেকাংশে জাতীয় বেতন ও চাকরি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে দায়ী করেছেন।

এদিকে শিক্ষকদের বিরুদ্ধে কথা বলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মোহাম্মদ ফরাসউদ্দিন। দেশের শীর্ষ স্থানীয় এক পত্রিকাতে দেয়া সাক্ষাৎকারে শিক্ষকদের কটাক্ষ করে কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।

''এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নতুন কাঠামোতে বেতন পাওয়ার বিষয়টি তো সুরাহা হলো না।'' সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফরাসউদ্দিন: কী বলব। তাঁরা আসলে বেশ শক্তিধর এবং তাঁদের কর্মকাণ্ড স্বচ্ছ নয়। অনেক প্রশ্ন আছে। আগে কী হতো? আগে তাঁরা বেতন পেতেন শিক্ষার্থীদের বেতন থেকে। আমার জিজ্ঞাসা হচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে যে বেতন নেওয়া হয়, তার কোনো হিসাব নেই কেন? বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপকদের উদ্দেশে আমি বলছি। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকাটার কোনো মা-বাপ নেই। শিক্ষকদের বেতন তো এখন সরকার দিচ্ছে। তাঁরা কেন এই টাকাটা সরকারি কোষাগারে জমা দেবেন না?

পুরো সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন...

Post a Comment

0 Comments