Type Here to Get Search Results !

পে স্কেল: শিক্ষকদের সুখবর


নতুন বেতন স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে চিন্তিত হতে বারণ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, নতুন স্কেলে বেতন নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই; এ নিয়ে শিক্ষা সচিব কাজ করছেন। শিক্ষক সংখ্যা বেশি হওয়ায় একটু সময় লাগছে। তবে কারো কোনো বিভ্রান্তিতে কান না দেয়ার পরামর্শ দেন মন্ত্রী।

শনিবার রাজধানীর গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত এক শিক্ষক সমাবেশে এ কথা বলেন তিনি। সম্প্রতি বিভিন্ন বেসরকারি শিক্ষক সংগঠনের শিক্ষক নেতাদের বিভিন্ন অভিযোগের পর এ বক্তব্য দিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য শিক্ষকদের সঙ্গে মাদ্রাসা শিক্ষকরাও নতুন স্কেলে বেতন পাবেন। গত জুলাই তা কার্যকর হবে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন। তিনি সকল শিক্ষকদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।

অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করায় মাদরাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’ এক শুকরিয়া সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন-এমপি। এ ছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো: সোহরাব হোসাইন, জমিয়াতুল মোদার্রেসীন এর সভাপতি এ এম এম বাহাউদ্দিন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী প্রমুখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.