Braking News

6/recent/ticker-posts

বেতন নির্ধারণের জটিলতা নিরসন



সরকার ৮ম জাতীয় বেতন স্কেলের কার্যকারিতা ১-৭-২০১৫ তারিখ থেকে ঘোষণা করে সরকারি-কর্মকর্তা-কর্মচারীদের এনআইডি কার্ডের সমর্থনে অনলাইনে বাধ্যতামূলকভাবে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে ১-৭-২০১৫ তারিখে অথবা তত্পরবর্তী পিআরএল-এ গমনকারী বা মৃত কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় বেতন নির্ধারণের অভাবে অবসরপ্রাপ্ত কর্মচারী ও মৃত কর্মচারীদের পরিবার তাদের পারিবারিক পেনশনসহ অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা উত্তোলনে হয়রানি ও বাধাগ্রস্ত হচ্ছেন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায় যে, মৃত কর্মচারীদের এনআইডি কার্ডের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। তাহলে যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা এনআইডি জন্ম তারিখ বা নাম ভুল আছে সেক্ষেত্রে সেটা পুনসৃষ্টি বা সংশোধনের কোনো সুযোগ নেই। তাহলে ১/৭/২০১৫ তারিখে অথবা তার পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত/মৃত কর্মকর্তা-কর্মচারীদের এনআইডি কার্ড ছাড়া কিভাবে বেতন নির্ধারণ হবে?

বিএসআর ১ম খণ্ডের চাকরি বিধির ৯ ধারাতে বলা আছে- একজন চাকরিজীবী প্রথম যোগদানকালে শিক্ষাগত যোগ্যতার সনদের সমর্থনে চাকরি বইতে যে জন্ম তারিখ লিপিবদ্ধ করেন সেটাই তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ভবিষ্যতে সেটা পরিবর্তনের কোনো অবকাশ নেই।

সেহেতু মৃত/অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সমর্থনে চাকরি বহিতে লিপিবদ্ধ/ঘোষিত জন্ম তারিখের সমর্থনেই বেতন নির্ধারণ হওয়া যুক্তিযুক্ত। সেক্ষেত্রে এনআইডি কার্ডে শর্ত শিথিল করে ম্যানুয়াল পদ্ধতিতে মৃত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেলায় বেতন নিধাঁরণের জন্য সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে সুস্পষ্ট নির্দেশনা আসা প্রয়োজন।

অতএব, মৃত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের বেতন নির্ধারণে এনআইডি বিষয়ক জটিলতা নিরসনে জনস্বার্থে একটি প্রজ্ঞাপন জারি করা একান্ত আবশ্যক বলে মনে করি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

Post a Comment

0 Comments