
বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের এমপিও প্রদানের নীতিমালার নির্দেশিকা সংশোধন করা হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও বয়স নির্ধারণসহ জাতীয় শিক্ষানীতির আলোকে এর সংশোধনী আনা হবে। পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নতুন বেতন স্কেলে বেতন-ভাতা দিতে সরকারের বছরে খরচ হয় পাঁচ হাজার ৩৫৫ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান এমপিও নির্দেশিকা-২০১৩ যেসব শিক্ষক এমপিওভুক্ত রয়েছেন, তার অতিরিক্ত কিছু বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়ার বিধান যুক্ত করা হবে। জাতীয় শিক্ষানীতির আলোকে মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীতে যেসব নতুন বিষয় যুক্ত করা হয়েছে সেগুলো নতুন করে এমপিওভুক্ত করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেয়া হবে। এর বাইরে ইংরেজি বিষয়ের জন্য অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিধান রাখা হচ্ছে। এছাড়া গুচ্ছ বিষয়ে পাঠদান করা শিক্ষকদের বিষয়ভিত্তিক নিয়োগের বিধান রাখা হচ্ছে। বর্তমানে গুচ্ছ শিক্ষকরা একইসঙ্গে বাংলা পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ক্লাস নিয়ে থাকেন। এতে করে শ্রেণীকক্ষে গুণগত পাঠদান নিয়ে প্রশ্ন রয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমারেখা নির্ধারণ করে দেয়া হবে। এমপিভুক্ত শিক্ষকদের বয়সের ক্ষেত্রে বর্তমানে কোনো নির্দিষ্ট সীমা নেই। এক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং প্রস্তাবিত শিক্ষা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এমপিওর নির্দেশিকায় সংশোধন ও সংযোজন করা হবে।
প্রস্তাবিত শিক্ষক নির্বাচন কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বছরভিত্তিক শূন্যপদের সংখ্যা নিরূপণ; শূন্যপদের সংখ্যা অনুযায়ী লিখিত নিবন্ধন পরীক্ষার পর নির্ধারিত নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে উপজেলা, জেলা ও জাতীয়ভিত্তিক মেধাতালিকা করবে। এরপর মেধাক্রম ও চাহিদা অনুযায়ী প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি এমপিওর নীতিমালার নির্দেশিকার সংশোধনী নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (প্রশাসন) নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার যুগ্ম-সচিবরা উপস্থিত ছিলেন। সেখানে সংশোধনীর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, বিষয়ভিত্তিক নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনে জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হবে।
তিনি বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার মান নিশ্চিত করতে বিষয়ভিত্তিক নতুন শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। নতুন এ পদের জন্য সরকারের ব্যয় বাড়লেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এটি জরুরি বলে সভায় মত প্রকাশ করা হয়েছে।
0 Comments