Braking News

6/recent/ticker-posts

শিক্ষকদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো



মানসম্মত পাঠদানের জন্য প্রয়োজন মেধাবী শিক্ষক। কিন্তু, বেতনভাতা কম হওয়ায় মেধাবীরা এ পেশায় আসছেন না। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেধাবীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো গঠন করা হবে।

এদিকে শিক্ষাবিদদের পরামর্শ, আকর্ষণীয় এবং সম্মানজনক বেতন কাঠামোর মাধ্যমে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে হবে। শিক্ষামন্ত্রী এ বিষেয় সায় দিয়েছেন। তিনি বলছেন, বেতন বাড়ানোর চেষ্টা চলছে।

শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ভিত গড়ে দেবে আগামীর। শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পেলে তা সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর, মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন মেধাবী শিক্ষকের, এমনটাই মনে করেন শিক্ষাবিদরা। এ ব্যাপারে শিক্ষাবিদ রাশেদা চৌধুরী বলেন, ‘এই বেতন-ভাতা দিয়ে মেধাবী শিক্ষকদের আকৃষ্ট করা সম্ভব নয়।’

উন্নত দেশগুলোতে ভালো পারিশ্রমিক পাওয়ায় এ পেশায় আসতে মেধাবীদের অনাগ্রহ থাকে না। বাংলাদেশে দেখা যায় এর ব্যতিক্রম। প্রতিবেশী দেশ ভারতেও যেখানে প্রাথমিক পর্যায়ে প্রারম্ভিক বেতন ২০ হাজার ১শ’ টাকা সেখানে এদেশে তা মাত্র ৯ হাজার ৭শ’ টাকা।

এছাড়াও, দেশে ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে ৪৫ জন ছাত্রের বিপরীতে ১ জন। শিক্ষামন্ত্রী জানালেন, বিপুল সংখ্যক মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে সীমিত সাধ্যের মধ্যেও শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করছে- সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘শিক্ষার মধ্যে আমাদের এ বোধটা আনতে হবে যে এটি একটি সম্মানজনক পেশা। এবং এর মধ্যে দিয়ে মেধাবীদের আকৃষ্ট করা সম্ভব হবে।’

Post a Comment

0 Comments