
পল-মল তেমনই এক রেকর্ডের সন্ধান দিচ্ছে একটি ব্রিটিশ গ্যাজেট। সেখানে ১ বলে ২৮৬ রানের একটি রেকর্ড রয়েছে। ওই গ্যাজেট অনুযায়ী, ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ঘটে এই তাজ্জব ঘটনা। শুনতে অসম্ভব মনে হলেও এটিই সত্যি। খেলাটি যেখানে হচ্ছিল, তার অদূরেই ছিল গাছ-ঝোপঝাড়। ব্যাটসম্যানের ছক্কায় বলটি গাছের এমন একটি ডালে গিয়ে আটকায় যে, অনেক কসরত করতে হয় তা নামাতে। কুঠার, রাইফেলের সাহায্যে বল পেড়ে আনতে আনতেই ২৮৬ রান তুলে নেয় ব্যাটসম্যান। যদিও রেকর্ডটি অনেক পুরোনো। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসনের কাছে এব্যাপারে কোনও তথ্য নেই।
0 Comments