ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ভুঁইফোড় কলেজ রয়েছে। এসব কলেজে বছরের পর বছর ধরে
শিক্ষার্থী ভর্তি হয় না। মন্ত্রণালযের আদেশ অনুযায়ী যেসব কলেজ বন্ধ হচ্ছে।
বালুঘাট হাইস্কুল এন্ড কলেজ, নাখালপাড়া হাইস্কুল এন্ড কলেজ, হার্ভার্ড
ইন্টান্যাশনাল কলেজ, আইডিয়াল ল্যাবরেটরি কলেজ, হাক্কানি মিশন মহাবিদ্যালয়,
কলেজ ফর এডভান্সড স্টাডিজ, নিউরাল কলেজ, ধানমন্ডি কলেজ, বাসাবো উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা এসএবিএম কলেজ, নর্থসাউথ কলেজ, উত্তরা সায়েন্স কলেজ,
মেট্রোপলিটন কলেজ, চেতনা মডেল কলেজ, উইবট কলেজ, জাস্ট ইন্টারন্যাশনাল
কলেজ, নিডস কলেজ, হ্যারিটেজ ইন্টারন্যাশনাল কলেজ, ইউরোপিয়ান কলেজ,
ল্যান্ডমার্ক কলেজ, ইউনিভার্স কলেজ।
এছাড়াও লাইটহাউস কলেজ, আইকন কলেজ,
ই. হক কলেজ, ইউনাইটেড গ্লোবাল কলেজ, সভরিন কলেজ, প্রিমিয়ার কলেজ, বিমস
কলেজ, ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, ব্লুমিং ফ্লাওয়ার
ইন্টারন্যাশনাল কলেজ, আলোড়ন কলেজ, দেশ আইডিয়াল কলেজ, কম্বাইন্ড কমার্স
কলেজ, ইইউ ল্যাবরেটরি কলেজ, কেসি মডেল কলেজ, শ্যামলী আইডিয়াল কলেজ, অন্বেষা
ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দি এক্সিলেন্ট কলেজ, রেডিয়েন্ট কলেজ,
সিসিইআর মডেল কলেজ, সেন্ট্রাল জেল প্রাইভেট কলেজ, অক্সফোর্ড ব্রিজ কলেজ,
ব্লু মাউন্টেন কলেজ, নবারুণ কলেজ, প্রাইম স্কলার্স কলেজ, আল ফুরকান ইংলিশ
হাইস্কুল এন্ড গার্লস কলেজ, জে কে কলেজ, কেরানীগঞ্জ জাজিরা উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়, রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধামরাইয়ের
রাওয়াইল বঙ্গবন্ধু কলেজ, হারিনাল হাইস্কুল এন্ড কলেজ, পূবাইল কর্মাস কলেজ,
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কলেজ, নয়ানগর মহিলা কলেজ, লেসন কমার্স কলেজ,
আলহাজ ধনাই বেপারী মহিলা কলেজ, টিপু সুলতান কলেজ, ভাওয়াল মির্জাপুর পাবলিক
কলেজ, বিজয় কলেজ, ইক্বরা কমার্স কলেজ, কাইমন্নেসা কলেজ, আবদুল আজিজ মিয়া
আয়েশা খাতুন কলেজ, বাঁশগারী কলেজ, মুন্সীগঞ্জ কলেজ, সমষপুর উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়, মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, রাকিব আহমেদ কলেজ,
অক্সফোর্ড একাডেমি, গোলাইডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জান্না মডেল উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, মেজর জেনারেল উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়।
তালিকায় আরো রয়েছে, টাঙ্গাইল মেজর মাহমুদুল হাসান
হায়ার সেকেন্ডারি স্কুল, কাউলজানি কলেজ, পানকাটা ইসলামিয়া হায়ার সেকেন্ডারি
স্কুল, মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ, কানাইপুর
কলেজ, আকোটেরচর এসসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কবিরবাগ পৌর মহিলা কলেজ,
আলিয়াবাদ গিয়াসউদ্দিন আহমেদ কলেজ, মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. আজিজুর
রহমান কলেজ, আহমেদ আলী মৃধা কলেজ, টুঙ্গীপাড়া বর্ণী উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়, গোহাইলকান্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ময়মনসিংহের ফুলপুরের
কবশীমূল কলেজ, রিফ্লেক্স মডেল কলেজ, পারিয়াজুরি পাবলিক কলেজ, আনোয়ারা
আইডিয়াল কমার্স কলেজ, হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অ্যাম্বিশন মডেল
কলেজ, জামালপুর বাটিকামারী মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ইসলামপুরের এসএনসি
আদর্শ কলেজ, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার কলেজ ও বিষ্ণুপুর খন্দকার
বারি কলেজ।
0 Comments