Braking News

6/recent/ticker-posts

‪‎প্রাথমিক‬ ‪প্রধানশিক্ষকের‬ দাবি বাস্তবায়ন ও মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা

প্রথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষকরা এখন অনিশ্চয়তার মধ্যে আছে ।মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে এখনও বাস্তবায়ন হয়নি । যার ফলে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা প্রধান শিক্ষকদের কপালে জুটবে কিনা সন্দেহ হচ্ছে । নানান আশা ভরষায় দুলছে প্রধান শিক্ষকরা ।সারা বাংলাদেশের প্রধান শিক্ষকরা এখনও বুকভরা আশা নিয়ে বসে আছেন হয়তো করস্পন্ডিং নতুবা দশম গ্রেড । আশা করছি কতৃপক্ষ অতিদ্রুত প্রধান শিক্ষদের
সমস্যার সমাধান করবেন নতুবা সরকারে প্রাথমিক শিক্ষার গুণগত মাণ উন্নয়নে নিরোৎসাহিত হবে ।আন্দোলনের মাধ্যমে প্রধান মন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন সেটা একটা দেশের জন্য অবমাননাকর ।প্রধান শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকরাই আদায় করতে হবে । তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সকল প্রধান শিক্ষকরা যারযার অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়া উচিত ।এখনই সময় প্রধান শিক্ষদের জরুরীভিত্তিতে সংগঠিত হওয়া । নায্য পাওনা আদায়ের জন্য অবশ্যই আন্দোলন করতে হবে ।আর এই আন্দোলনের জন্য সকল জেলা ও উপজেলায় প্রধান শিক্ষকদের দ্রুত কমিটি গঠন করে সংগটিত হওয়া দরকার ।কারণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দিক দিয়ে নানা ভাবে প্রশিদের দাবি আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।যে কোন সময় আন্দোলনের কর্মসূচি আসলে যাতে করে সকলে একসাথে কাজ করে সফল হতে পারি ।

Post a Comment

0 Comments