Braking News

6/recent/ticker-posts

প্রধান শিক্ষকদের ১০ ও সহকারী শিক্ষকদের ১১ নম্বর গ্রেডে বেতন



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ ও সহকারী শিক্ষকদের ১১ নম্বর গ্রেডে বেতন দাবি করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শিক্ষকরা জানান, এ দাবিতে আগামী ১৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার। সভাপতি নুরুজ্জামান আনসারী, শিক্ষক নেতা মাসুদুর রহমান, বদরুন নেসা, আবদুর রহমান বাচ্চু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আবদুল্ল্যাহ সরকার বলেন, বর্তমানে প্রধান শিক্ষকরা ১১ ও সহকারী শিক্ষকরা ১৪ গ্রেডে বেতন পান।
শিক্ষকদের অন্য দাবিগুলো হল : আগের মতো নতুন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদাদান এবং পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের সরাসরি নিয়োগ পাওয়াদের মতো বেতন দেয়া।

Post a Comment

0 Comments