Braking News

6/recent/ticker-posts

অষ্টম জাতীয় বেতন স্কেলে অবমূল্যায়ন ও বেতন-বৈষম্যের প্রতিবাদে



অষ্টম জাতীয় বেতন স্কেলে অবমূল্যায়ন ও বেতন-বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

দাবিগুলো হচ্ছে- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদের প্রারম্বিক বেতন নবম গ্রেডে নির্ধারণ, বেতন-বৈষম্য হ্রাসে ক্যাডার নন-ক্যাডার পদ একই গ্রেডে নির্ধারণ, উপ-সহকারী পদে কর্মরতদের বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতা সাপেক্ষে পদোন্নতি প্রদান, প্রাথমিক নিযুক্তিতে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায়বর্ধিত বেতন প্রদান, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিসহ বিভিন্ন সংস্থায় সরকার নির্ধারিত একই বেতন স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান এবং এসএসসিতে (ভোক) কর্মরত শিক্ষকদেরকেও একই নিয়মে পাঁচটি স্কেল পরিবর্তনের সুযোগ সৃষ্টি করা।

আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুর রহমান, আবদুল মোতালেব, আলী আকবর সরকার প্রমুখ।

Post a Comment

0 Comments