
সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ২০৭টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৭ হাজার ৯৫২টি এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮ হাজার ২৫৫টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদটি ইতোমধ্যে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের জন্য পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
0 Comments