Type Here to Get Search Results !

Popcash

৮ম জাতীয় বেতন স্কেল বৈষম্যমূলক



ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) নেতৃবৃন্দ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে সব ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনতে হবে। তারা অভিযোগ করে বলেন, বৈষম্যমূলক অষ্টম জাতীয় বেতন স্কেল বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী ও মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। তাই অবশ্যই এতে সংশোধন করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।

অষ্টম জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডে ন্যায়সঙ্গত বেতনভাতাদি নির্ধারণের দাবিতে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শান্তিপূর্ণ মৌনমিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল তারা বক্তব্য শেষে মৌনমিছিল করে তাদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। এর পাশপাশি তারা আগামী ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বরাবরে ব্যক্তিগতভাবে পত্র প্রেরণ করবেন বলে জানান। এতে সরকার তাদের দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেবে বলে ওই সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, আইডিইবির সহসভাপতি এ কে এম আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান ও মো. আব্দুন নুমান, ঢাকা ওয়াসা ডিইএর সাধারণ সম্পাদক মো. আরমান ভূঞা, পিডিবি ডিপ্রকৌস-এর সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিন, সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদরীস আলী, বাপিডিপ্রকৌস-এর সাধারণ সম্পাদক আলী আকবর সরকার, আইডিইবি ঢাকা জেলার সভাপতি মো. খবির হোসেন প্রমুখ।

বক্তব্য শেষে সংগঠনের নেতাকর্মীরা কাকরাইলের আইডিইবি ভবন থেকে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের নেতৃত্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ মৌনমিছিলের যাত্রা শুরু করেন। মিছিলটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে এসে পৌঁছলে পুলিশ ব্যারিকেট দেয়। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীরা সেখানে অবস্থান নেন। পরে পুলিশের সহায়তায় আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিবের কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে আইডিইবি অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের প্রারম্ভিক বেতন সহকারী প্রকৌশলীর ক্যাডার এন্ট্রি পদের একধাপ নিচে অর্থাৎ নবম গ্রেডে নির্ধারণ, ডিগ্রি প্রকৌশলীদের মতো প্রাথমিক নিযুক্তিতে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের ডিপ্লোমা প্রকৌশলীদেরও স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, ডিজাইন ও প্লানিংয়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ডিগ্রি প্রকৌশলীদের মতো দু'টি স্পেশাল ইনক্রিমেন্ট আগের মতো প্রদান, ডিপ্লোমা প্রকৌশলীদের সমগ্র চাকরিজীবনে ন্যূনতম পাঁচবার পদোন্নতিসহ গ্রেড পরিবর্তন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এদিকে আইডিইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, একই দাবিতে ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল অঞ্চলের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শান্তিপূর্ণ মৌনমিছিল ও প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করবেন। এ ছাড়া কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রধানমন্ত্রীর বরাবরে ব্যক্তিগতভাবে পত্র প্রেরণ করবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.