আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। যাই হোক, ২৪
ফেব্রুয়ারি ২০১৬ থেকে শুরু “এশিয়া কাপ টি-২০ ২০১৬”। এই সিরিজে অংশ নিচ্ছে-
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আর আরব আমিরাত সহ মোট পাঁচটি দল।
এদের প্রথম ধাপে আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং এর মধ্যে কুয়ালিফাইং
ম্যাচ অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ফতুল্লাহ ‘খান
সাহেব ওসমান আলী আউটার স্টেডিয়াম ’ এ। সেখান থেকে আরব আমিরাত পরের রাউন্ড এ
উঠে। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে যথাক্রমে ‘মিরপুর শের-ই বাংলা জাতীয়
স্টেডিয়ামে’ শুরু হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে আগামী
৬ মার্চ ২০১৬
এবার আজকের টিউন এর বিষয়ে আশা যাক।আমরা অনেকেই অনলাইন এ খেলা দেখি, কিন্তু
সমস্যা হচ্ছে ভাল স্ট্রিমিং লিঙ্ক না থাকার কারনে আমাদের ঝামেলা পোহাতে
হয়। সাথে পপ-আপ বিজ্ঞাপনের ঝামেলাতো আছেই এ ছাড়া রয়েছে
ধীর গতির নেট প্রবলেম !! আর আমরা অনেকেই মোবাইল এ খেলা দেখি কিন্তু কথা হচ্ছে বেশিরভাগ লিঙ্ক ই মোবাইল এ কাজ করে না।
তাই আমি আপনাদের জন্য সরাসরি প্রচারিতগাজি টিভির স্ট্রিমিং লিঙ্ক নিয়ে এসেছি। এই লিঙ্ক এর মাধ্যমে আপনি পিসি এবং মোবাইল দিয়ে কোন প্রকার পপ-আপ বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই এবং ধীর গতির নেটে সবগুলো খেলা দেখতে পারবেন। লিঙ্কটি মোবাইল এ কোন সমস্যাই করে না। নিচে আপনাদের জন্য লিঙ্ক টি দেয়া হল
SKIP AD click korun
আপনারা চাইলে লিঙ্ক টি বুকমার্ক করে রাখতে পারেন।
বুকমার্ক করতে Crtl+D চাপুন
0 Comments