Braking News

6/recent/ticker-posts

এশিয়া কাপ খেলা দেখুন ঝামেলা ছাড়াই এবং ধীর গতির নেটে (পিসি ও মোবাইল উভয়ই,Watch Asia Cup T20 Live)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। যাই হোক, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে শুরু “এশিয়া কাপ টি-২০ ২০১৬”। এই সিরিজে অংশ নিচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আর আরব আমিরাত সহ মোট পাঁচটি দল। এদের প্রথম ধাপে আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং এর মধ্যে কুয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ফতুল্লাহ ‘খান সাহেব ওসমান আলী আউটার স্টেডিয়াম ’ এ। সেখান থেকে আরব আমিরাত পরের রাউন্ড এ উঠে। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে যথাক্রমে ‘মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে’ শুরু হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে আগামী ৬ মার্চ ২০১৬ এবার আজকের টিউন এর বিষয়ে আশা যাক।আমরা অনেকেই অনলাইন এ খেলা দেখি, কিন্তু সমস্যা হচ্ছে ভাল স্ট্রিমিং লিঙ্ক না থাকার কারনে আমাদের ঝামেলা পোহাতে হয়। সাথে পপ-আপ বিজ্ঞাপনের ঝামেলাতো আছেই এ ছাড়া রয়েছে ধীর গতির নেট প্রবলেম !! আর আমরা অনেকেই মোবাইল এ খেলা দেখি কিন্তু কথা হচ্ছে বেশিরভাগ লিঙ্ক ই মোবাইল এ কাজ করে না।

তাই আমি আপনাদের জন্য সরাসরি প্রচারিতগাজি টিভির স্ট্রিমিং লিঙ্ক নিয়ে এসেছি। এই লিঙ্ক এর মাধ্যমে আপনি পিসি এবং মোবাইল দিয়ে কোন প্রকার পপ-আপ বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই এবং ধীর গতির নেটে সবগুলো খেলা দেখতে পারবেন। লিঙ্কটি মোবাইল এ কোন সমস্যাই করে না। নিচে আপনাদের জন্য লিঙ্ক টি দেয়া হল


খেলা দেখতে এখানে ক্লিক করুন 

SKIP AD click korun

আপনারা চাইলে লিঙ্ক টি বুকমার্ক করে রাখতে পারেন।

বুকমার্ক করতে Crtl+D চাপুন

Post a Comment

0 Comments