
বিচারবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাদি নির্ধারণ-সংক্রান্ত অর্থ বিভাগের প্রস্তাব আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা পান তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব করেছে অর্থ বিভাগ। জুডিশিয়াল পে-কমিশন যে সুপারিশ করেছিল, তাতে কিছুটা কাটছাঁট করা হয়েছে।
শফিউল আলম বলেন, জুডিশিয়াল পে-কমিশন একজন জেলা ও দায়রা জজের বেতন ৮৪ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু অর্থ বিভাগ তা কিছুটা কমিয়ে সচিবের বেতনের (৭৮ হাজার টাকা) সমান করার প্রস্তাব করে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেসব সুযোগ সুবিধা পান বিচারবিভাগের সদস্যরাও তা পাবেন। এর বাইরে বিচারকরা কিছু বাড়তি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে পোশাক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ইত্যাদি।
আজ মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষ সংরক্ষণ আইন, ২০১৬-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় এর খসড়া উপস্থাপন করে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত চা আইন, ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
0 Comments