Braking News

6/recent/ticker-posts

'এবার আমারও কিছু দাবি আছে'



নিজের এলাকার জন্য বেশি বেশি প্রকল্প বাস্তবায়ন ও কাজ করার প্রবণতা কমানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সবাই দাবি করেন। এবার আমারও কিছু দাবি আছে। দেশের জন্য কাজ করুন।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক বলেছিল যমুনায় রেললাইন হলে তা অর্থনৈতিভভাবে লাভজনক হবে না। কিন্তু আমি বলেছিলাম লাভজনক হবে। পরে রেললাইন লাভজনক হওয়ায় তারা আমার সিদ্ধান্তকে ঠিক বলে মেনে নিয়েছে। এখন বিশ্বব্যাংক যমুনার উপর আরও একটি সেতু করার প্রস্তাব দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জলবিদ্যুত কেন্দ্রে স্থাপনে ভূটান বিনিয়োগ করবে। এছাড়া ভারত থেকে পাইনলাইনে তেল আনা হবে।

উত্তরবঙ্গে আরও একটি বিদ্যুত কেন্দ্র করা হবে জানিয়ে তিনি বলেন, সারাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুত পৌঁছে দিব। ২০২১ সালের মধ্যে আমাদের লক্ষ্য ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।

প্রধানমন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ব্রিজ-কালভার্ট, এমনকি ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস করে দেয় হানাদার বাহিনী। তারপর দেশ স্বাধীন হলে আপনাদের সাহায্য ও সহযোগিতায় সেগুলো পুনরায় নির্মাণ করা হয়েছিল।’

এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি তো আপনাদের পরিবারেরই সদস্য। আমি একজন ইঞ্জিনিয়ারের মা। যদিও আমি বাংলার ছাত্রী। সাহিত্যের ছাত্রী। এ ছাড়া আমি তো আইইবির সদস্য। আপনারা আমাকে সদস্য করেছেন।’

এসময় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের মেধা-দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments