
সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই ১০০% পেনশন সমর্পণ করে শুধু মেডিকেল এবং উৎসব ভাতা ভোগ করছেন। বর্তমান ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের এই বাজারে তারা চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। পেনশন হিসাবকালীন সময়ে মূল বেতনকে ভগ্নাংশ করে ১=৪০০ টাকার পরিবর্তে ১=৩০০ টাকা ধরে গ্যাচুইটি মানি দেওয়া হয়েছে। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
দ্বিতীয়ত, পূর্ণ পেনশন ভোগকারীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী মৃত স্বামীর সাকুল্য পেনশন ভোগ করে চলেছেন। কিন্তু ১০০% পেনশন সমর্পণকারীর মৃত্যুর পর যদি তার স্ত্রী জীবিত থাকেন, তবে তিনি তার মৃত স্বামীর চিকিৎসা এবং উৎসব ভাতা থেকে বঞ্চিত হবেন, যা স্পষ্টত বৈষম্যমূলক।
অতএব, মানবিক কারণে সদাশয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন- ১=৪০০ টাকা হিসেবে একটি বকেয়া বিল এবং বিধবা স্ত্রীর মৃত স্বামীর চিকিৎসা ও উৎসব ভাতা ভোগ করার আদেশ জারি করুন।
0 Comments