Braking News

6/recent/ticker-posts

নতুন বেতন স্কেলের ৭ নম্বর ধারার ৩ নম্বর উপ-অনুচ্ছেদে



নতুন বেতন স্কেলের ৭ নম্বর ধারার ৩ নম্বর উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, '৪র্থ গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কোন কর্মচারী এই সুবিধা (১০ বছর পূর্তিতে চাকরি সন্তোষজনক হলে এক গ্রেড উন্নতি) গ্রহণপূর্বক এই আদেশের অধীন ৩য় গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডে বেতন প্রাপ্য হইবেন না।'

এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক মহাসচিব প্রফেসর মাসুমে রাব্বানী খান বলেন, 'এই ধারার কারণে প্রশাসন ক্যাডার ছাড়া সব ক্যাডার ক্ষতিগ্রস্ত হবে। কারণ বর্তমানে শিক্ষা ক্যাডারের অধ্যাপকের গ্রেড-৪। অধ্যাপক হওয়ার দু'তিন বছরের মধ্যেই বেশিরভাগ শিক্ষক অবসরে যান। এতে তাদের পক্ষে গ্রেড-৩ ও ২ এয়ে যাওয়া আর সম্ভব নয়। অথচ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদের গ্রেড-১।'

পে স্কেলের ৮ নম্বর ধারায় 'কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি'তে বলা হয়েছে, 'কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতনস্কেলের গ্রেডভিত্তিক (২০টি) পরিচিত হবেন।'

এ বিষয়ে মাসুমে রাব্বানী খান বলেন, '৪টি শ্রেণীর পরিবর্তে ২০টি গ্রেডে বেতন নির্ধারণের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে বৈষম্য আরও বেড়েছে। নতুন বেতন কাঠামোয় সার্বিকভাবে প্রশাসন ক্যাডারের সুবিধা বেড়েছে। কমেছে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ অন্য ক্যাডারের সুযোগ-সুবিধা।

Post a Comment

0 Comments