Braking News

6/recent/ticker-posts

মার্চে পে স্কেলে বেতন না পেলে



বাংলাদেশ শিক্ষক সমিতি মার্চ মাসের এমপিওতে বকেয়াসহ নতুন স্কেলে বেতন প্রদানের দাবি জানিয়েছে। অন্যথায় ১৫ এপ্রিলের পর থেকে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সমিতির কেন্দ্রীয় কমিটি।

সভায় বলা হয়, ২০১৫ সালের জুলাই থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নতুন জাতীয় স্কেলে বেতন ভাতা প্রদানের কথা থাকলেও কখনো শিক্ষকেরা তাদের বেতন-ভাতা নতুন স্কেলে না পাওয়ায় সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।

সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরীর সভাপতিত্বে সমিতির নিজস্ব কার্যালয় ৬০ লক্ষ্মীবাজারস্থ টিচার্স টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলার প্রতিনিধি হিসেবে জেলার সভাপতি ও সচিব এ সভায় যোগদান করেন। সভায় সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments